![]() |
| নামটা নেয়া 'মেধা'র আঁকা একটা ছবির থেকে আর ছবিটি এই লিংক থেকে,http://tadalafilforsale.net/group/rain-drops/ |
ভোরের বরিষণে-
চারিদিকে স্নিগ্ধতা ছড়ায়।।
আর আমি? দূর হইতে দাড়ায়ে দেখি-
সেই সে চপলার মায়াকাজল আঁখি,
তাকায়ে রহিছে বাতায়নে,
ধুলায় জড়ায়ে তাহার অন্তর ঘেরখানি।।
শীতল বাতাসে ভাসমান তাঁহার কেশ,
আনমনে সে চাহিয়া রহিছে;
জানিনে কিসেতে ক্লেশ।।
নাহি তাঁহাতে পুষ্প-মালিকা, নাহি তাঁহাতে কনকচাঁপার কুঞ্জ;
কর্ণ জুড়িয়া কেশদাম হায়, করিয়া বেড়ায় গুঞ্জন।
হঠাৎ-বাজ পড়িলো মনে!
ফিরি চাইলো যখন-
তাঁর হরিণ কাজল আঁখি,
তাঁর মার্জারি চলন;
মোর এই ক্ষুদ্র যৌবনকালে বিধাতার শ্রেষ্ঠতম উপহার।
