বৃষ্টি একটি স্মৃতিময়তার নাম,
চা এর কাপে বৃষ্টি,
ক্লাস কামাই করার উত্কৃষ্ট ওজুহাত বৃষ্টি,
মা এর পেটে যখন প্রথম সন্তান আসে,তখন তার চোখে ঝড়ে বৃষ্টি;
কদম গাছের আকাঙ্ক্ষা বৃষ্টি,
পাড়ার ছোট্ট পোলাপানের লাফালাফি এনে দেয়া বৃষ্টি;
অপরিপক্ক কোনও খেলয়ারের প্রথম ফুটবল শট এনে দ্যায় বৃষ্টি;
আচমকা কোনও কবির জন্ম দ্যায় বৃষ্টি;
প্রাইভেটে দেখা প্রথম ক্রাশ খাওয়া রমণী বৃষ্টি;
মুঠোফোনে প্রেয়সীর মন ছুঁয়ে যাওয়া ফোনালাপ দ্যায় বৃষ্টি;
হুঠ করে কোনও ফটোগ্রাফারের কিংবা কোনও আর্টিস্টের জন্ম দিয়ে ফেলে বৃষ্টি;
মস্তিষ্কের নিউরনে খেলে যাওয়া যতো সূত্র,হিসেব,ক্যালকুলেশন ভুলায় দিয়ে মন্টাকে উড়ায় নিয়ে যায় বরষার এই বৃষ্টি।।
চা এর কাপে বৃষ্টি,
ক্লাস কামাই করার উত্কৃষ্ট ওজুহাত বৃষ্টি,
মা এর পেটে যখন প্রথম সন্তান আসে,তখন তার চোখে ঝড়ে বৃষ্টি;
কদম গাছের আকাঙ্ক্ষা বৃষ্টি,
পাড়ার ছোট্ট পোলাপানের লাফালাফি এনে দেয়া বৃষ্টি;
অপরিপক্ক কোনও খেলয়ারের প্রথম ফুটবল শট এনে দ্যায় বৃষ্টি;
আচমকা কোনও কবির জন্ম দ্যায় বৃষ্টি;
প্রাইভেটে দেখা প্রথম ক্রাশ খাওয়া রমণী বৃষ্টি;
মুঠোফোনে প্রেয়সীর মন ছুঁয়ে যাওয়া ফোনালাপ দ্যায় বৃষ্টি;
হুঠ করে কোনও ফটোগ্রাফারের কিংবা কোনও আর্টিস্টের জন্ম দিয়ে ফেলে বৃষ্টি;
মস্তিষ্কের নিউরনে খেলে যাওয়া যতো সূত্র,হিসেব,ক্যালকুলেশন ভুলায় দিয়ে মন্টাকে উড়ায় নিয়ে যায় বরষার এই বৃষ্টি।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন