এই শহরে আজ প্রতিটা বৃষ্টির ফোঁটায় আমার ক্লান্তিরা আর্তনাদ করে,
আমি তাই প্রশান্তি খুঁজে বেড়াই নিউমার্কেট,ফুলার রোড কখনও বা শাহবাগে;
আর্টগ্যালারির পাশে কাঠগোলাপের গাছটা?
গোলাপের পাপড়ি চুয়ে পরা বৃষ্টির ফোটায় তোমার ছবি ধরে রাখা আছে;
এই বাংলার মায়ায় অদ্ভুত করে চলে আসা এক শান্তিনিকেতনি রমনীকে পেয়ে আজ প্রতিটি বকুল ধন্য;
আর সেখানে তুমি নিজেকে করছো তুচ্ছ?
বাংলা একাডেমি,কার্জনের বাতাসে ভেসে বেরানো প্রতিটা ধূলিকণা আজ আমাদের ছায়ার সাক্ষ্মী;
ঐ দূর আকাশের কাকগুলো কি জানে এই বাতাসে তোমার গন্ধ ভেসে আছে?
টিএসসির সামনের চুড়িওয়ালাদের পাএর কাছে কতগুলো জড়ি পরে আছে তা কি তুমি জানো?
তুমি কি জানো ঐ জড়িগুলোর মাঝে তোমার হাতের ঘাম লেগে আছে?
সম্ভবত জানো না
জানলে চলে আসতে নিজের ফেলে যাওয়ার ঐ অস্তিত্বের টানে।
হয়তবা শান্তিনিকেতনের কোনও এক নীলিমার বেশে নাহয় আবার এক ম্যারী কুরীর বেশে!
তুমি কি জানো?
রাতের আকাশের ধ্রুবতারাটাও জানে না তুমি কতটা সুন্দর তোমার ভাবনাগুলোর মাঝে;
সন্ধ্যের ঝিঁঝিঁপোকারাও বোকা;
তারাও জানে না তোমার মাঝে অপার সম্ভাবনার কথা।
আমি জানি;
আর জানে শহীদুল্লাহর পাড়ের নারকেল গাছজোড়া,
হাহা বোকা,তুমি কি ভেবেছো চাঁদটা জানে না?
সে আমার মনের চিৎকার শুনতে পারে।
তাই তো শুধুই পূর্ণীমার চাদটাই আমার আর্তনাদ জানে-জানে ভিতরের প্রতিটা হাহাকারের কথা!
কিন্তু এখন?
এখন কি হবে?
এখন যে ঘোর অমাবশ্যা ।।
আমি তাই প্রশান্তি খুঁজে বেড়াই নিউমার্কেট,ফুলার রোড কখনও বা শাহবাগে;
আর্টগ্যালারির পাশে কাঠগোলাপের গাছটা?
গোলাপের পাপড়ি চুয়ে পরা বৃষ্টির ফোটায় তোমার ছবি ধরে রাখা আছে;
এই বাংলার মায়ায় অদ্ভুত করে চলে আসা এক শান্তিনিকেতনি রমনীকে পেয়ে আজ প্রতিটি বকুল ধন্য;
আর সেখানে তুমি নিজেকে করছো তুচ্ছ?
বাংলা একাডেমি,কার্জনের বাতাসে ভেসে বেরানো প্রতিটা ধূলিকণা আজ আমাদের ছায়ার সাক্ষ্মী;
ঐ দূর আকাশের কাকগুলো কি জানে এই বাতাসে তোমার গন্ধ ভেসে আছে?
টিএসসির সামনের চুড়িওয়ালাদের পাএর কাছে কতগুলো জড়ি পরে আছে তা কি তুমি জানো?
তুমি কি জানো ঐ জড়িগুলোর মাঝে তোমার হাতের ঘাম লেগে আছে?
সম্ভবত জানো না
জানলে চলে আসতে নিজের ফেলে যাওয়ার ঐ অস্তিত্বের টানে।
হয়তবা শান্তিনিকেতনের কোনও এক নীলিমার বেশে নাহয় আবার এক ম্যারী কুরীর বেশে!
তুমি কি জানো?
রাতের আকাশের ধ্রুবতারাটাও জানে না তুমি কতটা সুন্দর তোমার ভাবনাগুলোর মাঝে;
সন্ধ্যের ঝিঁঝিঁপোকারাও বোকা;
তারাও জানে না তোমার মাঝে অপার সম্ভাবনার কথা।
আমি জানি;
আর জানে শহীদুল্লাহর পাড়ের নারকেল গাছজোড়া,
হাহা বোকা,তুমি কি ভেবেছো চাঁদটা জানে না?
সে আমার মনের চিৎকার শুনতে পারে।
তাই তো শুধুই পূর্ণীমার চাদটাই আমার আর্তনাদ জানে-জানে ভিতরের প্রতিটা হাহাকারের কথা!
কিন্তু এখন?
এখন কি হবে?
এখন যে ঘোর অমাবশ্যা ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন