শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭

একটি অপ্রকাশিত ফেইসবুক স্ট্যাটাস

কিছুই করার নেই,এসব কেবলমাত্র শিক্ষকদের অবহেলা;তাদের ব্যাক্তিগত ব্যাস্ততা আজ শিক্ষার্থীদের কে ভিতরে ভিতরে খুন করছে ।।
সেসব শিক্ষকদের জন্য সমবেদনা যারা বদলানোর জন্য ডিপার্টমেন্টে আছেন , পরাজিতর মত তাঁদের কে বলতে হয় একদিন আপনারা নিজেরাই বদলেন যাবেন তবুও ডিপার্টমেন্ট বদলাবেনা;কারণ
"ঢাবি ফিজিক্স আলাদা" 

৩টি মন্তব্য:

  1. :3 যারা বোঝেন চৈত্র সংক্রান্তিতে ৮টা-৫টা ক্লাস করানো যায় না, তারা টিচার হন না। কাজেই আমাদের দিনগুলো এভাবেই কাটবে।

    তাতে অবশ্য বড় কোনো সমস্যা নাই। ৮টা-৫টা যেহেতু আমাকেই মারতে পারে নাই, তোকে পারবে না, hope so!

    উত্তরমুছুন
  2. জানি না সুদিন আসবে কিনা,চোখের কোনে স্বপ্ন বোনা :)

    উত্তরমুছুন