রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯

‘ডাকসু’ নিয়ে আমার ভাবনা


 ছবি সংগ্রহঃ ইন্টারনেট
আমার কাছে বিশ্ববিদ্যালয় একটা স্বাধীন রাষ্ট্রের মত, আসলে এভাবে এনালজি দিলে আমার কাছে ব্যাখ্যা করতে সুবিধা হয়। একটা স্বাধীন রাষ্ট্রে যেমন জনগণ হয় চালিকা শক্তি, তেমনি বিশ্ববিদ্যালয়ের চালিকা শক্তি সাধারণ শিক্ষার্থী। আরেকটু ডিটেইলে যাই। একটা দেশের জন্ম দিলেই যেমন কাজ শেষ হয়ে যায় না, তেমনি শুধু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেই কাজ শেষ হয়ে যায় না। একটা রাষ্ট্রের সব মানুষের বেঁচে থাকার জন্য টাকাপয়সার দরকার( এক কথায় বললাম ), বিশ্ববিদ্যালয়েরও তাই। রাষ্ট্র সেজন্য কি করে? মানুষের মৌলিক চাহিদাগুলো মিটাতে রাষ্ট্র তার জনশক্তি ব্যাবহার করে উৎপাদন করায়। বিশ্ববিদ্যালয়ের কাজও তাই সাধারণ শিক্ষার্থীদের জীবন গড়ার জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করে বা কাঠামো দান করে। তো রাষ্ট্রের উৎপাদন কাজ এবং জনগণের সুন্দর জীবন নিশ্চিত করার কাজ পরিচালনার জন্য রাষ্ট্র প্রশাসনিক কাঠামো তৈরি করেছে, যার কাজ এটা নিশ্চিত করা যেন রাষ্ট্রযন্ত্রের উৎপাদন নির্বিঘ্নে ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও তেমনটা কাজই করে, প্রক্টোরিয়াল টিম আমাদের নিরাপত্তার বিষয়গুলো দেখে, হল প্রশাসন শিক্ষার্থীদের সুস্থ আবাসনের বিষয়গুলো দেখে সবমিলায় আসলে এটা নিশ্চিত করে যে শিক্ষার্থীরা সুন্দরভাবে নিজেদেরকে তৈরি করতে পারছে কি না! এখন সাধারণ জনগণের উৎপাদনের সঠিক ব্যাবহার হচ্ছে কি না এবং রাষ্ট্র জনগণকে কি কি সুবিধা দিবে সেসবের মাঝে সমন্বয় করার কাজ করেন জনপ্রতিনিধিরা। আরেকটু সহজ করে বললে রাষ্ট্র জনগণের পরিশ্রমের ঠিক ব্যাবহা করছে কি না, জনগণের সুস্থ জীবনের প্রয়োজন মিটাচ্ছে কি না এসব বিভিন্ন দিক নিয়ে জনগণ ও রাষ্ট্রের সমন্বয়ক হিসেবে কাজ করে মন্ত্রী – প্রতিমন্ত্রীরা। তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যোগাযোগের জন্যও এমন প্রতিনিধি অবশ্যই দরকার যারা নিশ্চিত করবে শিক্ষার্থীদের প্রয়োজনগুলো পূরণ হচ্ছে কি না। মানে মন্ত্রী – প্রতিমন্ত্রীর মতন একটা কেবিনেট দরকার যারা আমাদের কথাগুলোকে তুলে ধরবে। রাষ্ট্র যেমন রাজস্ব আদায় করে কুলাতে না পারলে বিদেশ থেকে টাকা নেয়, বিশ্ববিদ্যালয়ও তেমনি শিক্ষার্থীদের থেকে নেয়া অর্থ কিংবা উৎপাদিত গবেষণার থেকে পাওয়া অর্থতে কুলাতে না পারলে সকারের থেকে টাকা নেয়। যাই হোক, যেহেতু জনগণই রাষ্ট্র! জনগণের সাথে রাষ্ট্রযন্ত্রের মেলবন্ধনের জন্য যেমন সংসদ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে ‘ডাকসু’। তারা কি করবে? আমাদের সৃজনশীলতাকে, আমাদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন তা আমাদের থেকে শুনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরবে। এতদিন না থাকায় কি হয়েছে? আমরা আমাদের প্রয়োজনগুলো তুলে ধরতে পারি নাই। যেমন – সারাবিশ্বেই বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম প্রধান কাজ গবেষণা করা, যে গবেষণা একটা দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে ব্যাপক ভূমিকা রাখে অর্থাৎ রাষ্ট্রের উৎপাদনের একটা বড় অংশ হলো বিশ্ববিদ্যালয় ভিত্তিক গবেষণা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উৎপাদনেরও প্রধান অংশই হলো গবেষণা। শুধুই কি গবেষণা? না, তা না! গবেষক তো একটা নির্দিষ্ট পেশা। এটা ছাড়াও ‘শিক্ষিত ব্যাক্তি ও সুন্দর মানুষ’( দুজন কিন্তু একই! ) রাষ্ট্রকে উপহার দেয়া হচ্ছে তার কাজ। এখন যে মানুষ পাতলা ডাল খায়, সারা দিনরাত ছারপোকার কামড় খায়, যেখানে সেখানে ময়লা ফেলে, কেউ অন্যায় করলে মুখ তুলে ভদ্রতা রেখে কথা বলতে পারে না, যার প্রতি সন্ধ্যায় চিন্তা করতে হয় রাতে ঘুমানোর জায়গাটা আরেকটু বাড়লো কি না, গবেষণা করার জন্য দেশের সমস্যা নিয়ে না ভেবে মাদকের কথা ভাবে তাদের দিয়ে তো দেশের উন্নতি হবে না। এসব ব্যাপার নিশ্চিত করতে একই সাথে গুণগত শিক্ষা নিশ্চিত করতে আর সবচেয়ে বড় কথা একজন শিক্ষার্থীর ভিতর থেকে ‘সুন্দর ও সৃজনশীল’ মানুষকে( এবারও দুজন একব্যাক্তি! ) টেনে বের করার কাজটা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন( কারণ, শিক্ষার্থীরাই এটা বেছে নিয়েছে )। এই প্রশাসন আর শিক্ষার্থীর মাঝে সেতু হিসেবে কাজ করবে ‘ডাকসু’। এখন কথা হচ্ছে, আমি কেমন প্রতিনিধি চাই? এটা সবার একান্ত ব্যাক্তিগত ব্যাপার। আমারটুকুন আমি জানায় যাই যাতে করে যারা এখনও বুঝতে পারছেনা না নিজেরা কি চান তাদের একটু সুবিধা হবে। আমি চাই সব শিক্ষার্থীর মাঝে রাজনৈতিক ভাবধারা গড়ে উঠুক, আমি চাই সবাই নিজ নিজ হলে সুন্দর পরিবেশে থাকতে পাক, আমি চাই সবাই নিজেদের সংস্কৃতিকে খোজার চেষ্টা করুক, আমি চাই সবাই সহনশীল হয়ে উঠুক, আমি চাই ক্যাম্পাস থেকে মাদক – মাদক ও প্রস্রাবের কটু গন্ধ উঠে যাক, আমি চাই সবাই পাগলামো( সৃজনশীলতা ) করে করে নতুন নতুন আবিষ্কার করুক, বড় বড় কাজ করুক, লাইব্রেরিতে সিট সংকট কমুক, গবেষণার অর্থ ‘জাতীয় চাহিদা’ অনুসারে বিভিন্ন ডিপার্টমেন্টে বণ্টন হোক, বিশ্ববিদ্যালয়টা রঙ্গিন হয়ে উঠুক( উজ্জ্বল রঙ সবার মনকে সুন্দর করে! ), বিভিন্ন ডিপার্টমেন্টে প্রতিবছর একটা ন্যুনতম গবেষণাপত্রের সংখ্যা বেঁধে দেয়া হোক, কেবলমাত্র শিক্ষাগত যোগ্যতা ছাড়া দেখে শিক্ষক নিয়োগ নেয়া বন্ধ হোক, ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণে আনা হোক এবং শিক্ষার্থীদের চলাচলের জন্য লিজভিত্তিক ও সহনীয় যানবাহনের ব্যাবস্থা করা হোক, দেশের কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্রান্তিলগ্নে সকল শিক্ষার্থীর গ্রহণযোগ্য অবস্থান নিতে এবং তাদেরকে নেতৃত্ব দেবার মতন নেতা তৈরিরও সুযোগ হোক।
আমার এসকল চাওয়াকে কর্তৃপক্ষের কাছে তুলে ধরার এবং বাস্তবায়ন করার কাজ যে ব্যাক্তি বা গোষ্ঠী ভালভাবে করতে পারবে আমি তাকেই নির্বাচিত করতে চাইব। এসব যেন চাইতে পারি সে চাওয়ার জায়গাটাই হলো ডাকসু। একটি সুন্দর আগামীর প্রত্যাশায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন